পূর্ব মেদিনীপুরে দলত্যাগী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারির খাসতালুক নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়েই এ ঘোষণা দেন মমতা।
২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা লড়েছিলেন কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে। কিন্তু ভোট প্রচারে বলেছিলেন, ‘২৯৪ কেন্দ্রেই আমি প্রার্থী। আমাকে দেখেই ভোট দিন।’
মানুষ ভোট দিয়েছিলেন। ২৯৪টির মধ্যে ২১১টি আসনেই জিতেছিল তাঁর দল। এবার শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি।তাই নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতার ঘোষণা, ‘এবার নন্দীগ্রাম থেকে আমি ভোটে দাঁড়াচ্ছি।’
শুভেন্দুর নাম না উল্লেখ করলেও তাঁকে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভুল করেননি মমতা।শুভেন্দু অবশ্য আগেই বলেছিলেন, তিনি নন্দীগ্রামে দাঁড়াতে ইচ্ছুক নন। কারণ সেখানে সংখ্যালঘুদের ভোট প্রচুর।
মমতা নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর কথা বলতেই পাল্টা কটাক্ষ ধেয়ে আসছে বিজেপি শিবির থেকে।
এক সময় তৃণমূলের ‘নম্বর টু’ বা মমতার ‘ডান হাত’, এখন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায় পাল্টা কটাক্ষ করেছেন।
মুকুল বলেছেন,‘মমতা ভয় পেয়েছেন। তাই ভবানীপুরে হারার ভয়ে কেন্দ্র বদলাতে চাইছেন, কিন্তু এতেও জিততে পারবেন না তিনি। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’
তৃণমূল সূত্রের খবর, মমতা নন্দীগ্রামে দাঁড়ালেও ভবানীপুর কেন্দ্রটিও ছাড়ছেন না। অর্থাৎ দুটি কেন্দ্রেই তিনি লড়বেন।দলকে চাঙ্গা করতে সামনে থেকেই লড়াই করতে চান তিনি।
এদিকে, ফের ভাঙছে তৃণমূল। বিজেপি সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী, বিধায়কসহ একাধিক তৃণমূল নেতা ৩১ জানুয়ারি যোগ দিচ্ছেন বিজেপিতে। ফলে কঠিন লড়াইয়ের সামনে পশ্চিমবঙ্গের শাসক দল।